শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বস্তি ফিরেছে কাঁচাবাজারে

রাশেদ হোসাইন

স্বস্তি ফিরেছে কাঁচাবাজারে

বাজারে শীতের সবজির দাম কমেছে। কয়েকটি ছাড়া সব সবজি এখন মোটামুটি ক্রেতাদের নাগালে। এতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। সামনে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দামও কমবে বলে বিক্রেতারা আশা করছেন। গতকাল রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে সবজি ৫০-৬০ টাকায় বিক্রি হতো, তা এখন ৩০-৪০ টাকা। সবজির দাম নিয়ে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দামের ওপর তাদের নির্ভর করতে হয়। পাইকারি বাজারে দাম কম থাকলে তারা কমেই বিক্রি করেন সবজি। শনিরআখড়া বাজারে দেখা যায়, প্রতি কেজি পুরনো আলু ২৫, মুলা ৩০, বেগুন ৪০, পটোল ৫০, শসা ৮০-৯০, শিম ৪০, বরবটি ৮০, কাঁচা মরিচ ৬০, ধনেপাতা ৮০, ঢেঁড়স ৬০, পেঁপে ৩০, করলা ৫০-৬০, উচ্ছে ৮০, গাজর ৮০, টমেটো ১০০-১২০, ব্রকলি ৮০-১০০ ও পিঁয়াজপাতা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি পিস লাউ ৫০, ফুলকপি ৩০, বাঁধাকপি ৪০ এবং লালশাক প্রতি আঁটি ১০, কলমি শাক ১০, পালং শাক ২০, পুঁই শাক ৩০, লাউ শাক ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে বিক্রি হতো ১৬০ টাকায়। ৩১০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সোনালি মুরগি এখন ২৯৫-৩০০ টাকা। দাম কমেছে ফার্মের মুরগির ডিমেরও। রায়েরবাগ বাজারে এক ডজন ডিম ১১০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে ছিল ১২৫-১৩০ টাকা। তবে হাঁসের ডিম প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, খাসির ৯০০ টাকা। আটা ৬০, ময়দা ৭০ টাকা কেজি। এ ছাড়া পিঁয়াজ ৩৫, রসুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রামপুরা কাঁচাবাজারে সবজির খুচরা বিক্রেতা আল আমিন হোসেন বলেন, ‘বাজারে এখন অনেক সবজি। এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় যে ফুলকপি বিক্রি হতো তা এখন ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।’ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সবজি ঢাকায় আসছে।

রায়েরবাগ বাজারের বিক্রেতা শামসুদ্দিন আলম বলেন, ‘ফুলকপি-বাঁধাকপিসহ শীতকালীন বিভিন্ন সবজির দাম আরও কমবে। আগামী দু-তিন মাস সবজির বাজারে তেমন অস্থিরতা দেখা যাবে না।’

সূত্রাপুর বাজারের বিক্রেতা কবির হোসাইন বলেন, ‘শীতের সময় সবজির দাম আরও কমবে বলে আমরা আশা করেছিলাম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর