শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন : মির্জা আজম

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। নির্বাচনের আগে বলেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করবেন করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করবেন করেছেন। এ দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করবেন করেছেন। পদ্মা সেতু নির্মাণে দাতা দেশগুলো যখন দুর্নীতির অজুহাতে ঋণ দেওয়া বন্ধ করে দিলেন, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে তিনি তা করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে নয় মাসের যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি। জাতির পিতাকে হত্যা ঘটানোর পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে এ দেশে যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছিলেন। সে সময় মুক্তিযুদ্ধের স্লোগান জয়বাংলাকে নিষিদ্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার যেন না হয় সে জন্য আইন পাস করেছিলেন জিয়াউর রহমান। গতকাল বিকালে শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন। শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দুর্জয় প্রমুখ।

 এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর