শিরোনাম
শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ওয়ানগালা উৎসব ময়মনসিংহে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে প্রথমবারের মতো ওয়ানগালা উৎসব উদযাপিত হয়েছে। নতুন ফসল ঘরে তুলতে নানা উৎসবের মধ্য দিয়ে শস্য দেবতা মিসি সালজংকে ধন্যবাদ ও উৎসর্গ করে পালন করা হয় গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বা গারো নবান্ন উৎসব। গত বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী দ্য আচিক কো-অপারেটিভ সোসাইটির মাঠে এই ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়। গতকাল ছিল উৎসবের মূল আয়োজন। এ দিন সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাপতি (নকমা) অর্পণ যেত্রা। দিনের কর্মসূচিতে ছিল ওয়ানগালার উদ্দেশ্য বর্ণনা, অতিথিদের বক্তব্য, চিত্রাঙ্কন, খেলাধুলা, পুরস্কার বিতরণী, নকমা ২০২৩ অভিষেক, বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। এর আগের দিন বৃহস্পতিবার ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্যাডমিন্টন ফাইনাল খেলা, চেয়ার দখল, হাড়ি ভাঙা খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। ওয়ানগালা উপলক্ষে অনুষ্ঠানস্থলে বসে মেলা। ১৭টি স্টলে গারো সংস্কৃতির বিভিন্ন জিনিসের পসরা ছিল। নতুন প্রজন্মের শিশুরা বর্ণিল পোশাক পরে উৎসবে আনন্দ আয়োজনের মিলনে অংশ নেয়। অনুষ্ঠানে সুমন রুরাম আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ানগালা উৎসবের আহ্বায়ক প্যারিস চিসিম, উৎসব কমিটির উপদেষ্টা মার্টিন মানকিন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত চিরান, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শহর শাখার সভাপতি অরণ্য ই চিরান, গারো হাউজিং সোসাইটির সভাপতি ধিরেন সাংমা, ঢাকা এলাকার নকমা অন্তর মানকিন প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর