শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঢাকা শহরের সব এলাকায় পাড়া উৎসব করা হবে : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

শহরে দেখা যায় প্রতিবেশীরা এক ভবনে দীর্ঘদিন বসবাস করেও কেউ কাউকে সেভাবে চেনেন না। নিজেদের মধ্যে যোগাযোগ নেই। তাই সবার সঙ্গে পরিচিত হতে এবং সম্পর্ক সুদৃঢ় করতে পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে। পাড়া উৎসব প্রতিবেশীদের মধ্যে সম্পর্কোন্নয়ন ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে শহরের সব এলাকাতেই পাড়া উৎসব আয়োজন করা হবে। গতকাল রাজধানীর গুলশানের ৬০, ৬১ ও ৬২ নম্বর সড়কে পাড়া উৎসব উদ্বোধনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ডিএনসিসির সহযোগিতায় দ্বিতীয়বার এই পাড়া উৎসবের আয়োজন করে গুলশান সোসাইটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিরোস ফর অল। গতকাল সকাল থেকে শুরু হওয়া এ উৎসবে ছিল দেশীয় পিঠার স্টল, বায়োস্কোপ, পুতুল নাচ, ম্যাজিক শো, স্বাস্থ্যসেবা স্টল, পাটের তৈরি পণ্য। রাত ৮টা পর্যন্ত এ উৎসব চলে। বাসিন্দাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর