শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণসহ তিন দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কারের চাপায় এক নারীর প্রাণহানির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে নিরাপদ সড়ক ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য আন্দোলন করেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ইউনিয়ন।  এ সময় সাধারণ শিক্ষার্থীরা তিনটি দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে ছিল-  ঢাবির রাস্তা সিটি করপোরেশন থেকে ঢাবির কর্তৃপক্ষের আওতায় আনা, ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহন নিয়ন্ত্রণ করা, অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে চলনসীমা নিয়ন্ত্রণ করা এবং ক্যাম্পাসের প্রত্যেক প্রবেশমুখে চেকপোস্ট বসানো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর