শিরোনাম
শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পর্যটক বরণে প্রস্তুত পাহাড়, চলছে অগ্রিম হোটেল বুকিং

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

শীতের স্নিগ্ধতা  বইছে পাহাড়ে। তাই তো ইট-পাথরের যান্ত্রিক জীবন আড়মোড়া ভাঙতে চান শহরের মানুষ। হোটেল-মোটেলে শুরু হয়েছে পর্যটকদের অগ্রিম বুকিং। তাই পর্যটন কমপ্লেক্সসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঢেলে সাজাতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পর্যটক বরণে প্রস্তুত হয়েছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবের মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ে পর্যটক বরণ। বছর শেষে প্রকৃতির টানে বিভিন্ন ছুটি কাজে লাগাতে এখানে আসেন দেশি-বিদেশি পর্যটকরা। এরই মধ্যে হোটেল-মোটেল, সরকারি-বেসরকারি রেস্ট হাউসগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। অগ্রিম বুকিং হয়ে গেছে হোটেল-মোটেল ও রেস্ট হাউস। অন্যদিকে রাঙামাটিতে রয়েছে পর্যটকদের মন ভোলানো আকর্ষণীয় বিভিন্ন স্পট। রয়েছে পাহাড়, অরণ্য, হ্রদ আর ঝরনা। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজান বিকাশ বড়ুয়া জানান, বছর শেষ, আসবে পর্যটক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর