আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরীর সার্কিট হাউসের সামনে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমান। দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবদুল গাফফারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন ও সনাক সভাপতি প্রফেসর শাহ শাজেদা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। দুর্নীতি প্রতিরোধে সবাই একযোগে কাজ করলে একটি দুর্নীতিমুক্ত সুন্দর আগামী তৈরি করা সম্ভব হবে।