শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্থায়ী শহীদ মিনার হলো যুুক্তরাষ্ট্রের পেরিস সিটিতে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ক্যালিফোর্নিয়া স্টেটের পেরিস সিটির একটি পাবলিক হলের সম্মুখে পার্কের ভিতর নির্মিত হয়েছে শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে প্রবাসীরা ছাড়া এলাকার ভিনদেশিরা প্রভাত ফেরিসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন। লসঅ্যাঞ্জেলেস সিটি থেকে ৭১ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত এক সময়ের রেলওয়ের সিটি হিসেবে খ্যাত পেরিস সিটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি সাম্প্রতিক সময়ে বসতি গড়েছেন। সবাই ছিলেন লসঅ্যাঞ্জেলেস অথবা ওরেঞ্জ কাউন্টিতে। পেরিস সিটি নতুনভাবে গড়ে ওঠার সুযোগ নিয়েছেন সকলে। এই সিটির মোট জনসংখ্যা ৮০ হাজারের মতো। নতুন বসতি হলেও বাঙালিরা নবউদ্যমে আমেরিকান স্বপ্ন পূরণের পথে ধাবিত হচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর