শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শেষ হলো আন্তর্জাতিক ফ্লিট রিভিউ

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬ থেকে ৯ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় কক্সবাজারের ইনানীতে সম্পন্ন হলো আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২। গতকাল সমাপনী দিনে আয়োজনকে স্মরণীয় রাখতে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজসমূহের অংশগ্রহণে বঙ্গোপসাগরে ফটো এক্সারসাইজ অনুষ্ঠিত হয়। ২৮টি দেশের নৌবাহিনীর প্রধান/উচ্চপদস্থ নৌ প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীসহ বিশ্বের সাতটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার আইএফআর এ অংশগ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত আমাদের পররাষ্ট্রমূলনীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আইএফআর ২০২২ এর প্রতিপাদ্য ছিল ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’। সামুদ্রিক জাতিসত্তার এই মিলনমেলা অংশগ্রহণকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে ও অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে ভূমিকা পালন করবে। ফ্লিট রিভিউ-এর পাশাপাশি অংশগ্রহণকারী বিদেশি নৌপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা মেরিটাইম সেমিনার ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশ নেন। ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইএফআর ২০২২-এর শুভ উদ্বোধন করেন। আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে অংশগ্রহণকারী ২৮টি রাষ্ট্র-বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিসর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান/উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন। বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা উন্নয়নের পথকে আরও সুগম করবে বলে আশা করা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর