শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দুর্নীতি প্রতিরোধে তথ্যের উন্মুক্ততা নিশ্চিতের আহ্বান টিআইবির

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি প্রতিরোধে তথ্যের উন্মুক্ততা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল টিআইবির ধানমন্ডি কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা : প্রেক্ষিত বাংলাদেশ’  শীর্ষক একটি আলোচনায় এ আহ্বান জানানো হয়। ডেটা সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বব্যাপী দুর্নীতি উন্মোচনে ডেটা সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্যানডোরা পেপারস, প্যারাডাইস পেপারসের মতো অনুসন্ধান তা-ই প্রমাণ করে।

ডিজিটাল বিশ্বে এ ডেটা সাংবাদিকতার আরও সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, ডেটা সাংবাদিকতা নিয়ে বাংলাদেশে খুবই অল্প কাজ হয়েছে এবং এটি বাংলাদেশে এখনো পুরোপুরি বিকাশের সুযোগ পায়নি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাকস্বাধীনতা, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হুমকির পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরিবর্তে যে তথ্য প্রকাশ করছে তাতে হয়রানি করার প্রবণতা বাড়ছে। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত এবং মানবাধিকার অর্জনে বড় অন্তরায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর