বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দ্বিতীয় মেয়াদে ক্র্যাব সভাপতি তমাল সম্পাদক মামুন

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় মেয়াদে ক্র্যাব সভাপতি তমাল সম্পাদক মামুন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমাল। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের পেয়েছেন ১১৪ ভোট। সহসভাপতি পদে মাসুম মিজান ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আবদুল বারী ১০৩ ভোট পান।  সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থী সিরাজুল ইসলাম ১১০ ভোট পেয়েছেন। এ ছাড়া যুগ্ম  সাধারণ সম্পাদক পদে রুদ্র মিজান, অর্থ সম্পাদক পদে এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল হক বকুল, দফতর সম্পাদক পদে কামাল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এস এম ফয়েজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ঈসমাইল হুসাইন ইমু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, আন্তর্জাতিক সম্পাদক পদে মো. তানভীর হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে আবদুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন ও এনামুল করীম রুপম নির্বাচিত হয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৫টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৩ ভোটারের মধ্যে ২৭৩ জন ভোট দেন। এই নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। অন্য সদস্যরা হলেন- দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও বৈশাখী টিভির সিএনই সাইফুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর