বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মারিয়া (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই গৃহবধূর মৃত্যু হয়। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গত ৬ জানুয়ারি সকালে অগ্নিদগ্ধ অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে আইসিইউর ১৫ নম্বর বেডে তার মৃত্যু হয়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।

ওই গৃহবধূর স্বামী মাসুম বলেন, আমাদের দুই ছেলে, এক মেয়ে। আমি ব্যবসা করি। গত ৬ জানুয়ারি বরিশাল যাচ্ছিলাম। পথে খবর পাই ভোরে আমার স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। দ্রুত তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। আজ (মঙ্গলবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যান। সব পরিবারেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকতে পারে। কিন্তু তার সঙ্গে এমন কিছুই হয়নি যে, সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর