বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত হওয়ায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী নাজমুস সাকিব শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষের সময় দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছিল সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের একাদশ।

 এ সময় মার্কেটিং বিভাগের একজন আউট হওয়ার  পরে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ছাড়া দর্শক সারিতেও এ নিয়ে স্লেজিং হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উপস্থিত শিক্ষকরা খেলা স্থগিত করে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর