রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক। কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে বাংলাদেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা  দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে গতকাল ‘প্রতিষ্ঠার ৭৪ বছর পুনর্মিলন উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নটর ডেম কলেজ গভর্নিং বডির  চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও, বিপ্লব কুমার দেব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর