শিরোনাম
রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মধ্যরাতে বিক্ষোভ জাবি ছাত্রীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন নেছা হলের প্রায় ৫০০ ছাত্রীর নতুন ঠিকানা এখন নামকরণ না হওয়া নবনির্মিত ১৮ নম্বর হলে। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে হলটিতে আসন বরাদ্দের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বসবাসের অযোগ্য হয়ে পড়া ফজিলাতুন নেছা হলের আবাসিক ছাত্রীরা। এ সময় তারা সংশ্লিষ্ট হল প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করে চারটি দাবি উত্থাপন করেন। পরে রাত ৪টায় উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম উপস্থিত হয়ে পরবর্তী দিনের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ১০টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের নবনির্মিত ১৮ নম্বর হলে আসন বরাদ্দ দেওয়া হয়। ফলে প্রায় ৫০০ ছাত্রীর নতুন ঠিকানা এখন নবনির্মিত ১৮ নম্বর হল। বিক্ষোভকারী ছাত্রীদের দাবিগুলো হলো নতুন হলের নামকরণ ফজিলাতুন নেছা হল করতে হবে; রাতেই লটারির মাধ্যমে শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ দিতে হবে; সবার আগে ফজিলাতুন নেছা হলের শিক্ষার্থীদের নতুন হলে আসন দিতে হবে; হলে কক্ষ বরাদ্দের ক্ষেত্রে কোনো রাজনীতিকরণ করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর