রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ১৫টি সোনার বারসহ দুই পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার লবনচরা থানা এলাকায় যাত্রীবাহী বাস থেকে ১৫টি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জিরো পয়েন্টে যাত্রীবাহী বাস তল্লাশিকালে দুজন গ্রেফতার হয়। তারা পায়ে থাকা জুতার ভিতরে এই সোনার বার রেখে পাচার করছিল। গ্রেফতারকৃতরা হচ্ছে- আবুল হোসেন জুয়েল (৩৫) ও ইমন বড়ুয়া (৩২)। এর মধ্যে আবুল হোসেনের বাড়ি কুমিল্লায় ও ইমনের বাড়ি চট্টগ্রামে। উদ্ধার হওয়া সোনার ওজন পৌনে ২ কেজি। ঢাকা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তারা খুলনা হয়ে সাতক্ষীরা যাচ্ছিল। লবনচরা থানার ওসি এনামুল হক বলেন, জিরোপয়েন্ট চেকপোস্টে টুঙ্গিপাড়া এক্সপ্রেস তল্লাশিকালে দুই যাত্রীকে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাদের তল্লাশি করা হলে জুতার ভিতরে পলিথিন পেঁচানো অবস্থায় ১৫টি সোনার বার উদ্ধার হয়। তারা এই সোনার বার ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাচ্ছিল। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এর আগেও চক্রটি ঢাকা থেকে সাতক্ষীরায় সোনার চালান নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আগেও পাচার সংক্রান্ত মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর