মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাঠ্যবই নিয়ে গুজব রটানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি

পাঠ্যবই নিয়ে গুজব রটানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, পাঠ্যবইয়ের ভুল নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো হচ্ছে। যার প্রায় কথাই মিথ্যা। তবে বইয়ে কিছুটা ভুল আছে। সেটি সংশোধনে কাজ করছি। গতকাল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা যখনই ভুলগুলো সম্পর্কে অবগত হচ্ছি, তখনই তা সংশোধনে কাজ করছি। তবে যা বইয়ে নেই, তা নিয়েও বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তাই গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেন, শুধু জ্ঞানভিত্তিক শিক্ষা এই যুগে অচল। যুগের সঙ্গে চলতে হলে তাকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।

আমরা এমন শিক্ষা পদ্ধিত নিয়ে কাজ করছি, যেখানে একজন শিক্ষার্থী হবে সৃজনশীল, যোগাযোগে দক্ষ, প্রযুক্তির জ্ঞানে দক্ষ, সহমর্মিতাশীল, মানবিক মূল্যবোধে বিশ্বাসী, সহিষ্ণু ও অসাম্প্রদায়িক চিন্তায় বিশ্বাসী। নইলে এই যুগে তারা অচল প্রমাণিত হবে।

মন্ত্রী বলেন, ভর্তির ক্ষেত্রে অযথা ভোগান্তি দূর করতে গুচ্ছ পদ্ধতির কথা চালুর পরিকল্পনা করা হয়। কয়েকটি বিশ্ববিদ্যালয় এটায় যুক্ত হয়নি। নতুন পদ্ধতি চালু হলে শুরুতে কিছু ত্রুটি থাকে। তবে ধাপে ধাপে তা সমাধানযোগ্য। শুধু এটাই নয়। আমরা একমুখী শিক্ষা পদ্ধতি চালুর চেষ্টা করছি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিউটের ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। এদের মধ্যে অগ্রণী ব্যাংকের ৯৬ জন পাচ্ছেন ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের পাঁচজন ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং চিকিৎসা বিজ্ঞান অনুষদের দুজন পাচ্ছেন ‘ডা. এ কে খান স্বর্ণপদক’।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর