মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শাহ আমানতে দুর্ঘটনা প্রতিরোধ মহড়া

ধনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল স্কেল ইমারজেন্সি ফায়ার এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিমানবন্দরে অনুষ্ঠিত এই মহড়ায় বিমানবন্দর ফায়ার শাখার দুটি ক্রাশ ল্যান্ডার, দুটি অ্যাম্বুলেন্স, বিমান বাহিনীর ক্রাশ ফেন্ডার, ক্রাশ অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের ফায়ার ট্রাক ইত্যাদি অংশ নেয়। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বিমান চলাচল ব্যবস্থা অধিক নিরাপদ করতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। শাহ আমানত বিমানবন্দরের ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনী, র‌্যাব, আনসার-ভিডিপি, এপিবিএন, ফায়ার সার্ভিস, সম্মিলিত সামরিক হাসপাতাল, নৌবাহিনী হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, আঞ্জুুমান মুফিদুল ইসলামসহ বিভিন্ন সংস্থা মহড়ায় অংশ নেয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ পিএসসি, সিভিল এভিয়েশন অথরিটির এয়ার কমোডর সাদিকুন্ডর রহমানসহ সংশ্লিষ্টরা মহড়ায় উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর