শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জিয়া সরকারি টাকায় পার্টি গড়ে তুলেছিলেন : মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জিয়া সরকারি টাকায় পার্টি গড়ে তুলেছিলেন : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপি গঠন করেছিলেন। সরকারি টাকায় পার্টি গড়ে তুলেছিলেন। যে নালে জন্ম সেই নালেই বিনাশ। জিয়া যেভাবে পার্টি তৈরি করেছিলেন সেভাবেই এরশাদ সাহেব বিএনপিকে কঙ্কালসার করে দিয়েছিলেন। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের’ প্রতিবাদে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচনে অংশ নিয়ে বৈধভাবে জয়লাভের সম্ভাবনা নেই, তাই বিএনপি অশুভ চক্রান্ত করছে।  বিএনপি আন্দোলনের নামে নাটক করছে।

 বিএনপি এত নাটক কি কারণে, কি লক্ষ্য নিয়ে করছে? বিএনপি নেতারা বলে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র কোথায় গেছে? প্রতিদিন সভা, সমাবেশ, মিছিল করেন। টেলিভিশনে টকশোতে মিথ্যাচার, বিষোদাগার করেন। গণতন্ত্রের সংজ্ঞা কি আগে পড়ে আসেন, তারপর কথা বলেন।

হানিফ বলেন, বুধবার ৬টি আসনে উপনির্বাচন সফলভাবে শেষ করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করেছে। গাইবান্ধা উপনির্বাচনে সামান্য ত্রুটি তাদের চোখে পড়েছিল, নির্বাচন বাতিল করে দিয়েছিলেন। তখন আমরা তাদের এ সিদ্ধান্ত সমর্থন করিনি। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন বাতিল করার তাদের সেই সক্ষমতা আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির সমস্যা কোথায় এমন প্রশ্ন রেখে হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোনোদিন বাস্তবায়ন হবে না।

কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির পরিচালনায় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানসহ কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর