শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বরিশালে ২৩ দিন পর কবর থেকে সাংবাদিকপুত্রের লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আরটিভি বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আলী খান জসিমের ছেলে মুসাব্বির খান জারিফের (১৯) লাশ দাফনের ২৩ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ৭ ফেব্রুয়ারি আলী জসিমের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। বুধবার দুপুরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর মুসলিম গোরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পুলিশ।

জারিফের বাবা আলী জসিম বলেন, গত ২৬ জানুয়ারি বন্ধুদের সঙ্গে মাদারীপুর বেড়াতে যায় জারিফ। ২৮ জানুয়ারি রাত ১২টার পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ২৯ জানুয়ারি বিকালে খবর পান তার ছেলে মাদারীপুর হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থ অবস্থায় ওইদিন সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন।

প্রথমে সন্দেহ না হলেও জারিফের বন্ধুদের কাছ থেকে পাওয়া তার (জারিফ) মুঠোফোনে বিভিন্ন ছবিসহ ডাটা খুঁজে না পাওয়া, কয়েক দিন পর মোটর সাইকেল উদ্ধার এবং সংশ্লিষ্টদের অসংলগ্ন বক্তব্যে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন জারিফের বাবা। ছেলের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং দোষীদের শাস্তি দাবি করেন আলী জসিম খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর