শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বরিশালে খেলাঘরের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের শিশুতোষ সংগঠন খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে অশ্বিনী কুমার হলে এক শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, জাতির জনকের ডাকে সারা দিয়ে মুক্তিকামী মানুষ বাংলাদেশ স্বাধীন করেছিল। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মের। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মেয়র। খেলাঘর সভাপতি অধ্যাপক নজমুল হক আকাশের সভাপতিত্বে শিশু সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে ও শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌসিক আহমেদ রাহাত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৃত্য পরিবেশন করেন শিল্পিরা। এর আগে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর