শিরোনাম
রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে

খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অন্যায়ভাবে পণ্যমূল্য বৃদ্ধি করার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত সংগঠনের ঢাকা মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি সুলতান মহিউদ্দীন, মোফাচ্ছির হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবদুল মান্নান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর