বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক বিভাগীয় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক বিভাগীয় কর্মশালা

‘প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও পরিপ্রেক্ষিতের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম কর্মী ও প্রাণিসম্পদ কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণিসম্পদ খাত পাওয়ার পয়েন্ট তুলে ধরেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী এবং গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা। প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এবং পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এ খাতের বিভিন্ন দিকগুলো গণমাধ্যমে তুলে ধরা আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যমে যদি প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয় তাহলে সাধারণ মানুষ এ খাত সম্পর্কে জানবে এবং উপকৃত হবে।

সর্বশেষ খবর