কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), ২০০৬-০৭ শিক্ষাবর্ষে যাত্রা করে। নগরীর দক্ষিণ-পশ্চিম কোণ সালমানপুরে এটি প্রতিষ্ঠিত হয়। যাত্রার পর থেকে নানান নেতিবাচক সংবাদে এটি প্রায়ই আলোচনায় থাকে। বিশ্ববিদ্যালয়টি জেগে উঠুক, নতুন দিন আসুক তেমন প্রত্যাশা স্থানীয় নাগরিকদের। বিশ্ববিদ্যালয়সূত্র জানান, ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৭৩৬ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ব গবেষণা র্যাংকিংয়ে আগের বছর ছয়জন শিক্ষক ছিলেন। এবার তা ৬১ জনে দাঁড়িয়েছে। জাতীয় ফেলোশিপে গতবার ছিলেন ১৯ জন শিক্ষার্থী, এবার ৪১ জন। আশা করা হচ্ছে, আগামী ১০ বছরে এ প্রতিষ্ঠান বিশ্বের ৮০০-১ হাজার প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নেবে। সরেজমিন গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে ফুল ও উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে। পরিচ্ছন্ন রাখতে তিন ধরনের বিন স্থাপনসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন ভিসি, ট্রেজারারসহ অন্যরা। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের কথা বলছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফসল। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যেতে পারে। শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষকে আরও বেশি মনোযোগী হতে হবে। এর সম্ভাবনা ও সংকট নিয়ে প্রতি বছর গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করা যেতে পারে। এতে সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মন্ত্রণালয়ের নজরে আসবে। সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, রাজনীতি নিয়ে শিক্ষক ও ছাত্রদের দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারে। গুণগত মানের শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অবকাঠামোর সঙ্গে শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে উচ্চ মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও কমিউনিটি এনগেজমেন্টের দিকে নজর দিয়েছি। এর সঙ্গে শৃঙ্খলা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ তৈরিতে কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে এ প্রতিষ্ঠানে একটি সুন্দর সংস্কৃতি চালু করতে চাই।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
কুবিতে নতুন দিনের প্রত্যাশা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর