কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), ২০০৬-০৭ শিক্ষাবর্ষে যাত্রা করে। নগরীর দক্ষিণ-পশ্চিম কোণ সালমানপুরে এটি প্রতিষ্ঠিত হয়। যাত্রার পর থেকে নানান নেতিবাচক সংবাদে এটি প্রায়ই আলোচনায় থাকে। বিশ্ববিদ্যালয়টি জেগে উঠুক, নতুন দিন আসুক তেমন প্রত্যাশা স্থানীয় নাগরিকদের। বিশ্ববিদ্যালয়সূত্র জানান, ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৭৩৬ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ব গবেষণা র্যাংকিংয়ে আগের বছর ছয়জন শিক্ষক ছিলেন। এবার তা ৬১ জনে দাঁড়িয়েছে। জাতীয় ফেলোশিপে গতবার ছিলেন ১৯ জন শিক্ষার্থী, এবার ৪১ জন। আশা করা হচ্ছে, আগামী ১০ বছরে এ প্রতিষ্ঠান বিশ্বের ৮০০-১ হাজার প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নেবে। সরেজমিন গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে ফুল ও উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে। পরিচ্ছন্ন রাখতে তিন ধরনের বিন স্থাপনসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন ভিসি, ট্রেজারারসহ অন্যরা। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের কথা বলছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফসল। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যেতে পারে। শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষকে আরও বেশি মনোযোগী হতে হবে। এর সম্ভাবনা ও সংকট নিয়ে প্রতি বছর গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করা যেতে পারে। এতে সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মন্ত্রণালয়ের নজরে আসবে। সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, রাজনীতি নিয়ে শিক্ষক ও ছাত্রদের দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারে। গুণগত মানের শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অবকাঠামোর সঙ্গে শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে উচ্চ মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও কমিউনিটি এনগেজমেন্টের দিকে নজর দিয়েছি। এর সঙ্গে শৃঙ্খলা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ তৈরিতে কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে এ প্রতিষ্ঠানে একটি সুন্দর সংস্কৃতি চালু করতে চাই।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
কুবিতে নতুন দিনের প্রত্যাশা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর