ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ১৭ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ঈদে বাড়িফেরা মানুষের সুবিধার্থে বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রস্তুতি জানাতে গতকাল রেলভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মন্ত্রী জানান, শুধু অনলাইনে ঈদযাত্রায় ১৭ এপ্রিলের প্রথম অগ্রিম টিকিট মিলবে ৭ এপ্রিল। এ ছাড়া ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল, ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল পাওয়া যাবে। একইভাবে ঈদযাত্রার ফিরতি টিকিটও পাওয়া যাবে অনলাইনে। সেক্ষেত্রে ১৫ এপ্রিল ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল ৩০ এপ্রিলের টিকিট সংগ্রহ করা যাবে। তবে ১ এপ্রিল থেকে ঈদযাত্রার ১০ দিন পূর্বের আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এসব টিকিট কাউন্টার ও অনলাইন মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট ২৫ হাজার ৭৭৮ আসনের সবগুলোই অনলাইনে বিক্রি হবে বলে জানান মন্ত্রী। সব টিকিট অনলাইনে বিক্রি হলে সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হবে কি না, এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, টিকিট বিক্রি শুরু হলে দুই-তিন দিন রাতের পর রাত অপেক্ষা করেন যাত্রীরা। অনেকে সারারাত সারা দিন অপেক্ষা করেও টিকিট পান না। এ ভোগান্তি আমরা আর দেখতে চাই না। তবে ঈদযাত্রায় মোট আসনের (নন এসি) ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানান নূরুল ইসলাম সুজন। সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
১৭ এপ্রিল থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার থাকবে। একজন নিবন্ধিত যাত্রীর সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। সে ক্ষেত্রে টিকিট যার যাত্রা তার, কালোবাজারির কোনো সুযোগ থাকছে না।