শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্বীকৃতি না পাওয়ায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বাধীনতাকামী বাঙালি নিধনে ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামে যে গণহত্যার সূচনা হয়েছিল, তা চলে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের আগ পর্যন্ত। নয় মাসে পাকিস্তানি বাহিনীর গণহত্যার শিকার হন ৩০ লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই বিশ শতকের সবচেয়ে বড় গণহত্যা। লাখো তথ্য-প্রমাণ থাকার পরও ৫২ বছরেও মেলেনি এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে অনেকে প্রশ্নবিব্ধ করার সুযোগ পাচ্ছে দেশের মুক্তিসংগ্রামকে। একাত্তরের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রাজশাহীতে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে গতকাল এই সভার আয়োজন করে ওয়ান বাংলাদেশ। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রমুখ সভায় বক্তব্য রাখেন। সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. রশীদুল হাসান সভায় সভাপতিত্ব করেন। রাবির শিক্ষক-শিক্ষার্থীসহ রাজশাহীর সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর