সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সেই প্রক্টরকে স্বাগত বক্তা রাখায় সভা বয়কট

চবি প্রতিনিধি

স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান বয়কট করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্বাধীনতাবিরোধী কর্মকান্ড ও জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ততায় অভিযুক্ত প্রক্টরকে স্বাগত বক্তা রাখায় তারা অনুষ্ঠান বয়কট করেন। তবে আলোচনা সভায় না গেলেও বঙ্গবন্ধু চত্বর ও স্বাধীনতা স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন শিক্ষক নেতারা। এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিকে স্বাগত বক্তা হিসেবে রাখা হয়েছে যার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী কর্মকান্ড ও জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে এ রকম একটি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন স্বাধীনতাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকা লোক। এটা কোনোভাবেই মেনে নিতে পারি না।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর