বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বিশ্বব্যাংকের পূর্বাভাস

তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে বৈশ্বিক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। এর ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে এ বছর- এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। খবর রয়টার্সের। নিয়মতান্ত্রিক ব্যাংকিং সংকট ও মন্দার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে। এর ফলে চলতি দশকে বিশ্ব অর্থনীতিতে শ্লথগতির আশঙ্কা বিশ্বব্যাংকের। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, চলতি দশকে বৈশ্বিক প্রবৃদ্ধি তিন দশকের সর্বনিম্নে দাঁড়াতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২০৩০ এ বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি থাকবে ২ দশমিক ২ শতাংশ। চলতি শতকের প্রথম দশকে যেখানে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। উন্নয়নশীল অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি লক্ষণীয় ব্যাহত হতে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলো ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। ২০০০-২০১০-এর দশকে যেখানে এ অর্থনীতিগুলোর গড় প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। আর্থিক খাতে যদি বৈশ্বিক সংকট তীব্রতর হয় কিংবা মন্দা দেখা দেয়, তাহলে এ দেশগুলোর অর্থনীতিতে আরও বড় ধাক্কা লাগতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যখন আর্থিক খাতে অস্থিতিশীলতার পূর্বাভাস দিচ্ছে, তখন বিশ্বব্যাংকও চলতি দশক নিয়ে তাদের শঙ্কার কথা জানায়। উচ্চ মূল্যস্ফীতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এবং বৈশ্বিক ঋণ বৃদ্ধিকে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছে বিশ্বব্যাংক। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতে জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট নীতি গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত, ঋণের পরিমাণ কমানোর ওপর নীতিনির্ধারকদের জোর দেওয়া উচিত বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধিতে প্রত্যাশিত বিস্তৃত-ভিত্তিক মন্থর পরিবর্তন করতে ব্যর্থ হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাস করার বিশ্বের ক্ষমতার ওপর গভীর প্রভাব পড়বে। কিন্তু টেকসই খাতে বিনিয়োগ বাড়ানো, বাণিজ্য খরচ কমানো, পরিষেবাগুলোতে লিভারেজ বৃদ্ধি এবং শ্রমশক্তির অংশগ্রহণ সম্প্রসারণের সমন্বিত প্রচেষ্টা সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি ০.৭ শতাংশ পয়েন্ট থেকে ২.৯% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে- রিপোর্টে বলা হয়েছে।

‘একটি হারানো দশক বিশ্ব অর্থনীতির জন্য তৈরি হতে পারে,’ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্ডারমিট গিল বলেছেন, যদিও তিনি বলেছিলেন যেসব নীতি অর্থনৈতিক কর্মকা কে উৎসাহিত করে, উৎপাদনশীলতা বাড়ায় এবং বিনিয়োগকে ত্বরান্বিত করে এবার সেগুলো বিপরীত দিকে নিয়ে যেতে পারে।

‘আমরা যে মন্দার বর্ণনা দিচ্ছি। তা আরও তীব্র হতে পারে, যদি আরেকটি বিশ্বব্যাপী আর্থিক সংকট দেখা দেয়, বিশেষ করে যদি সেই সংকটের সঙ্গে একটি বিশ্ব মন্দা হয়,’ কোস বলেন, মন্দা বছরের পর বছর ধরে বৃদ্ধির সম্ভাবনার ওপর ওজন করতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর