গরিব ও দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল বিজিবি সদর ব্যাটালিয়নের উদ্যোগে ঢাকার হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৮ শতাধিক গরিব ও দুস্থের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি বাদ দিয়েছেন এবং একই সঙ্গে গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।