শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিষিদ্ধ হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মাহামুদ হাসানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল র‌্যাব-২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহামুদ হাসান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যরা ঝটিকা মিছিল করে থাকে। লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকে হিযবুত তাহরীর। হিযবুত তাহরীরের এ শীর্ষ পর্যায়ের নেতা এর আগেও গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে পলাতক থাকেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালতের রায়ে তার দুই বছর সশ্রম কারাদ  হয়। রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। র‌্যাব জানায়, রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন মাহামুদ হাসান।

সর্বশেষ খবর