বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হয়রানি করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি : কাদের

নিজস্ব প্রতিবেদক

হয়রানি করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে হয়রানি কিংবা ভিন্ন মত দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়নি। ডিজিটাল প্ল্যাটফরমে সংরক্ষিত তথ্যের নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এ ছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি বিবৃতিতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল প্ল্যাটফরমে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা বিধানের পাশাপাশি সংঘটিত অপরাধগুলো দমন ও ডিজিটাল সিকিউরিটি নিশ্চিতকরণে দেশে দেশে ডিজিটাল আইন প্রণীত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। কাউকে হয়রানি কিংবা ভিন্ন মত দমন এ আইনের লক্ষ্য নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এ জন্যই তারা রাজনৈতিকভাবে এ আইনের বিরোধিতা করে আসছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত তাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। অথচ আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন তা ছিল গণদাবি এবং সময়ের দাবি। কিন্তু পরে বিএনপি জোরজবরদস্তি ক্ষমতা দখলের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেটিকে বিতর্কিত ও কলঙ্কিত করেছিল। এ জন্যই আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর