বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

স্কুল কমিটির নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাতলপার ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোট চাওয়া নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চাতলপার ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন শুরু হয়। যেখানে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ২৫৫ জন। ভোট শুরু হওয়ার পর নির্বাচনের প্রার্থী আশরাফ ভুইয়ার সমর্থক আমিনুল ও রাজু ভুইয়ার সমর্থক অসীম কেন্দ্রের বাইরে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে বাগ্বিত ায় জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়াও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল ইসলাম। এ সময় তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মো. হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর