বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চট্টগ্রাম-৮ উপনির্বাচন প্রার্থিতা ফিরে পেলেন দুজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী। উচ্চ আদালতের আদেশের পর এ দুই প্রার্থীকে প্রতীক বরাদ্দও দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ২৭ এপ্রিল এ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচন কার্যালয় সূত্র জানান, ২৭ মার্চ ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ের সময় ঋণ খেলাপের অভিযোগে এনপিপির কামাল পাশা এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে জালিয়াতির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মীর মো. রমজান আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেন। তার পরিপ্রেক্ষিতে আদালত তাদের প্রতীক বরাদ্দসহ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কামাল পাশাকে দলীয় প্রতীক আম ও মীর মোহাম্মদ রমজান আলীকে একতারা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ দুজনের প্রার্থিতা ফিরে পাওয়ার পর চট্টগ্রাম-৮ উপনির্বাচনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ (নৌকা), ইসলামিক ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার) ও ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর