বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে পুলিশের অভিযানে পাঁচ অনলাইন জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), মনিরুল ইসলাম মুন্না (৩৪), শরিফুল ইসলাম (৪৫), আবদুল হাকিম ও তারভির ইসলাম সোহাগ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন এবং ১ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়।

রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ কমিশনার রাকিব জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকা হেডকোয়ার্টার থেকে রাজশাহীতে অনলাইন জুয়াড়িদের তথ্য সংগ্রহ করে তদন্ত করছিল। মঙ্গলবার ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর