বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে আরোপিত উৎসে কর প্রত্যাহার চেয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে আয়কর সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যসামগ্রী যেমন- চাল, গম, আলু, পিঁয়াজ, রসুন, ছোলা, বুট, ডাল, হলুদ, মরিচ, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল, চিনিসহ সব ধরনের ফলের সরবরাহ পর্যায়ে উৎসে ২% হারে কর কর্তনের বিধান রয়েছে। সব ধরনের কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকে উৎসে কর কর্তনের আওতা বহির্ভূত রাখার প্রস্তাব করেছি। কারণ কৃষিজাতপণ্য মূলত ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক চাষিদের কাছ থেকে ক্রয় করা হয়, ফলে তাদের কাছ থেকে উৎসে কর কর্তন করা প্রক্রিয়াগতভাবে একটি অসম্ভব কাজ। উপরন্তু নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যে করের বোঝা চাপিয়ে দেওয়া হলে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই প্রক্রিয়াগত জটিলতা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকে উৎসে কর কর্তনের আওতা বহির্ভূত রাখার প্রস্তাব করছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর