শিরোনাম
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
ফিরছেন কর্মজীবীরা

চট্টগ্রামে অফিস ছুটির আমেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। কর্মস্থলে ফেরা শুরু করেছেন কর্মজীবীরা। তবে ছুটি শেষ হলেও কাটেনি ঈদের আমেজ। প্রতিটি অফিসে অফিসে চলছে ঈদের খুশি উদযাপন, চলছে পরস্পর কোলাকুলি। ঈদ শেষে ছুটির আমেজ নিয়েই চলেছে অফিস। টানা পাঁচ দিনের ছুটি শেষে আগের নিয়মে শুরু হয়েছে অফিস-আদালতের কার্যক্রম।

জানা যায়, গতকাল থেকে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস করছেন। তবে বেসরকারি কিছু অফিস, ব্যক্তি মালিকানাধীন কল-কারখানা এখনো বন্ধ আছে। চট্টগ্রাম আদালত, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রেলওয়ে পূর্বাঞ্চল, ওয়াসাসহ সরকারি সব অফিসে গতকাল ছিল ছুটির আমেজ। তবে টানা পাঁচ দিন ছুটির পর প্রথম কার্যদিবস হওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হারও কিছুটা কম। তাছাড়া প্রথম দিনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই কেটেছে অনেকের।

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ বলেন, ঈদের ছুটির প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হয়েছেন। তবে আজ কাজের চাপ কম। তাই অফিসে এখনো ঈদের আমেজ বিরাজ করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইকবাল হাছান বলেন, ঈদের পর প্রথম দিন হওয়ায় অফিসে ছুটির আমেজ চলছে। তাছাড়া, গতকাল সেবা গ্রহীতার সংখ্যা একেবারেই কম ছিল। তাই ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে অনেকেই সময় পার করেছেন।

সর্বশেষ খবর