মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঈদ জামাতে কোলাকুলি মিনু-লিটনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদ জামাতে কোলাকুলি মিনু-লিটনের

শেষ কবে এমন দৃশ্য দেখেছেন রাজশাহীর মানুষ মনে করতে পারবেন না। পরষ্পরবিরোধী দুই রাজনৈতিক দলের নেতারা করলেন কোলাকুলি, বিনিময় করলেন ঈদের শুভেচ্ছা। শনিবার ঈদের দিনের শাহ মখদুম ঈদগাহ মাঠের এমন একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কোলাকুলি করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে। দুই দলের এই শীর্ষ নেতারা এ দিন কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন।

ভিডিও চিত্রে দেখা গেছে, সামনের কাতারে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ডানে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ ও তার পরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এবং একই সারিতে বর্তমান মেয়রের বামে সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মিজানুর রহমান মিনু। তারা একই কাতারে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাসিকের বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদসহ মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের ওই জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি শাহাদাত আলী।

 

সর্বশেষ খবর