বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে আসা এবং ঈদ উদ্যাপন শেষে ফের কর্মস্থলে যাওয়া সবকিছুই হয়েছে ঝামেলাহীন। নৌ কিংবা সড়কপথ কোথাও এবার দেখা যায়নি যাত্রী হয়রানি কিংবা বাড়তি ভাড়া আদায়ের চিত্র। এক পদ্মা সেতুর কারণে যোগাযোগব্যবস্থা সহজ হয়ে যাওয়ায় এমন স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সুবিধাভোগীরা।প্রতিবছর ঈদের আগে রাজধানীসহ সারা দেশ থেকে নৌ কিংবা সড়কপথে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পৌঁছতে অনেক বেগ পেতে হতো জনসাধারণকে। সড়ক আর নৌপথে রয়েছে নির্ধারিত বাস-লঞ্চ। কোনো কারণে টিকিট বা আসন না পেলে অনিশ্চিত হয়ে পড়ত ঈদে বাড়ি ফেরা। অতিরিক্ত অর্থ খরচ আর ভোগান্তি সঙ্গী করে বাড়ি ফিরতে হতো তাদের। প্রিয়জনের সঙ্গে আনন্দঘন ঈদ কাটিয়ে কর্মস্থলে ফেরার সময়ও ছিল একই চিত্র। পদ্মা সেতু উদ্বোধনের পর ঈদে দক্ষিণের মানুষের বাড়ি ফেরা কিংবা ঈদ-পরবর্তী কর্মস্থলে যাওয়া কোনোটাই এখন আর কঠিন নয়। পদ্মা সেতুর কল্যাণে এখন বরিশালের পাঁচ জেলার উপজেলা পর্যায় থেকেও ঢাকাসহ সারা দেশের বাস ছাড়ছে ঘণ্টায় ঘণ্টায়। পরিবহন কোম্পানিগুলো দিনরাত যাত্রীবোঝাই বাস ছাড়ছে গন্তব্যের উদ্দেশে। বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের ঈগল পরিবহনের কাউন্টার-মাস্টার ফয়সাল কবির জানান, এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক। ঈদের দ্বিতীয় দিন থেকে যাত্রী ফিরতে শুরু করেছে। মঙ্গলবার থেকে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। অতিরিক্ত চাপ সামলাতে পরিবহন কোম্পানিগুলো আধুনিক বাসের বহর প্রস্তুত রেখেছে। গতকাল থেকে ঘণ্টায় ঘণ্টায় বাস ছাড়ছে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কর্মস্থলমুখী যাত্রীর চাপ অব্যাহত থাকবে বলে তার ধারণা। একসঙ্গে অতিরিক্ত চাপ না পড়ায় এবার সড়কে দুর্ঘটনা হয়েছে কম। ঈদের সময় বরিশালে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর রেকর্ড রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমান। একই চিত্র নৌপথে। ঈদের আগে ঢাকা থেকে এক দিনে সর্বাধিক সাতটি লঞ্চ ছেড়েছে বরিশালের উদ্দেশে। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদের সময় ১০ থেকে ১৫টি লঞ্চেও সামাল দেওয়া যেত না যাত্রীর চাপ। নৌপথে অতিরিক্ত ভাড়া ছাড়াই বাড়ি ফিরেছে মানুষ। ঈদ শেষে ফিরছে স্বস্তিতে। ঈদের দ্বিতীয় দিন রবিবার চারটি, তৃতীয় দিন সোমবার পাঁচটি এবং চতুর্থ দিন মঙ্গলবার বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে সাতটি লঞ্চ। ঢাকাগামী এমভি পারাবত-১৮ লঞ্চের কেরানি মো. তুহিন বলেন, আগের দুই দিনের চেয়ে গতকাল যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। সাতটি লঞ্চের কেবিনে যাত্রী পরিপূর্ণ হলেও ডেকে যাত্রী কম বলে জানিয়েছেন তিনি। বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা অবশ্যই সত্য যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর বরিশাল থেকে ঢাকা বা অন্য জেলার সঙ্গে মানুষের যোগাযোগ সহজ হয়েছে। আগে লঞ্চে গিয়ে ঝামেলা হতো, সিট পেত না, ওভারলোড হতো। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রচুর বাস চলছে। এবার মানুষ স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে ঈদ করতে পেরেছে। আসা এবং যাওয়ায় মানুষের ভোগান্তি হয়নি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ