বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলবাগান

দিনাজপুর প্রতিনিধি

স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলবাগান

হাসপাতালে সেবার পাশাপাশি মুজিব কর্নার, লাইব্রেরি স্থাপনের পর এবার দৃষ্টিনন্দন ফুলের বাগান সবার দৃষ্টি কেড়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতের পাশাপাশি হাসপাতালের ফাঁকা জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন ছাড়াও বিভিন্ন জাতের দৃষ্টিনন্দন ফুলগাছ রোগীসহ এলাকার মানুষের মধ্যে প্রশান্তির ছোঁয়া ছড়িয়েছে। ফাঁকা জায়গার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দাজুড়ে টবে রয়েছে নানা রকম পাতাবাহার গাছ। হাসপাতালের পরিত্যক্ত কিছু জায়গায় রোপণ করা হয়েছে নানা শাকসবজি। সবকিছুতে মুগ্ধতার অপরূপ দৃশ্য যা মন কাড়ার মতো। উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও শিশুদের বিনোদনের জন্য নানা খেলনা দিয়ে সাজানো হয়েছে শিশু কর্নার। রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে আসা শিশুরা কিছু সময় মনের আনন্দে খেলায় মেতে উঠছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বীরগঞ্জের শিবরামপুর ইউপির দেউলি গ্রামের রুবেল মিয়া জানান, সেবার মান ভালো। সব সময় পরিষ্কার থাকে কক্ষগুলো। সবচেয়ে ভালো লাগে ফুলের বাগান। সকালে ঘুম ভেঙে বারান্দায় দাঁড়িয়ে যখন ফুলের বাগানের দিকে তাকাই প্রাণ জুড়িয়ে যায়।

 নিজেকে আর অসুস্থ মনে হয় না। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা জানান, ২০২০ সালে সারা দেশে আটটি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাভাবিক নিরাপদ প্রসব করানোর জন্য পুরস্কার পাই। ২০২২ সালে ভায়া স্কিনিং পরীক্ষায় ঝুলিতে জাতীয়ভাবে আরও একটি পুরস্কার যোগ হয়। সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করি। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও কিছু পুরস্কার প্রাপ্তি স্বাস্থ্য কমপ্লেক্সকে গর্বিত করেছে। এ বছর বাগান বর্ধিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো ক্যাম্পাস বিস্তৃত করা হয়েছে। রোগীদের মানসিকভাবে সুস্থ রাখতে হলে মনোরম পরিবেশের দরকার। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন বলেন, সুস্থ দেহ সুস্থ মন। সুস্থ দেহের পাশাপাশি একটা সুস্থ মন থাকা প্রয়োজন। মানুষকে সুস্থ করে তোলার সঙ্গে তাদের মনের সুস্থতাও ধরে রাখার জন্য ফুলের বাগান তৈরিই উদ্দেশ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর