বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভোট চুরি করে আর পার পাওয়া যাবে না : খসরু

নিজস্ব প্রতিবেদক

ভোট চুরি করে আর পার পাওয়া যাবে না : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরি করে আর পার পাওয়া যাবে না। দেশের মানুষ অনির্বাচিত সরকার চায় না। এ সরকারের পতনে যা যা করা দরকার, তার সবই আমরা করব। জনগণকে সঙ্গে নিয়ে যে যে কর্মসূচি দেওয়া দরকার, তার সবই দেব। গতকাল বিকালে রাজধানীর বনানীতে ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, এ আন্দোলন শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন, বাংলাদেশকে রক্ষার আন্দোলন। যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণ করছে, তাদের ক্ষমা করা হবে না। নির্যাতন হচ্ছে, গুম হচ্ছে। নানা কর্মকান্ডের মাধ্যমে এখন আওয়ামী লীগের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের প্রতি বিগত নির্বাচনের ‘ভোটচোরদের’ তালিকা তৈরির নির্দেশ দেন এই বিএনপি নেতা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে হবে। ক্ষমতার বাইরে থাকার সময় আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই। তখন তারা এর বিরোধী ছিল না। জামায়াতে ইসলামীর সঙ্গে তারা সেদিন রাজপথে আন্দোলন করেছিল। তখন দেশের মানুষের সার্বিক কল্যাণের জন্য এ বিল পাস করা হয়েছিল। আর এখন তারা ক্ষমতায় এসে সংবিধান থেকেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর