চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ হওয়া ছয় কিশোর ও তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- আল আমিন, মুকিদ আহম্মদ শুভ্র, ওমর ফারুক, নাঈম আহম্মদ তামিম, তানভীর হাসান এবং আনিসুর রহমান অনিক। বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে ঝরনা দেখতে পাহাড়ের চূড়ায় ওঠেন ছয় কিশোর তরুণ। ফেরার সময় সন্ধ্যা হয়ে গেলে তারা পথ হারিয়ে নিখোঁজ হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পেয়ে উদ্ধার করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।