চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে ভারতমুখী ট্রানজিট ও করিডোর প্রদানের প্রতিবাদ করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, নিজ দেশের স্বার্থ না দেখে একতরফাভাবে ভারতকে ট্রানজিট ও করিডোর প্রদানের চুক্তি লজ্জাজনক। দেশবিরোধী এ চুক্তি বাতিল করতে হবে।