বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দুর্নীতি মামলায় আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তার সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গতকাল দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগের দিন সোমবার দুপুরে কসবা উপজেলায় পানিয়ারুপে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সে নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় কেউ অগ্নিসন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামী লীগের বা জনগণের নয়। সেই দোষ বিএনপি সন্ত্রাসীদের। অনুষ্ঠানে কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচ এম সারওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল ভূইয়া কাওসার জীবন প্রমুখ। এর আগে মন্ত্রী কসবা উপজেলার বিভিন্ন এলাকাসহ আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ, শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা করেন। পথসভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর