বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল আইনকে ক্ষমতা দীর্ঘ করার হাতিয়ার করেছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল আইনকে ক্ষমতা দীর্ঘ করার হাতিয়ার করেছে সরকার : ফখরুল

ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই আইন জনগণের স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়, যা গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সরকার এ আইনের সুযোগ নিয়ে বিরোধী দলের নেতা-কর্মী, সংবাদকর্মী ও সাধারণ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। সোমবার স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব জানান, সভায় ডিজিটাল নিরাপত্তা আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা আট মাসের বেশি সময় কারাগারে আটক এবং ইউএনবি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই আইনে মামলার বিষয়ে আলোচনা হয়।

সভায় অবিলম্বে কারাগারে আটক শিক্ষার্থী খাদিজাতুল কুবরাসহ আটক সব বন্দির মুক্তি ও এই আইনের অধীনে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া গণতন্ত্রবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন অনতিবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পুরনো কায়দায় আরেকটি নির্বাচন করতে চায় : সোমবার বিকালে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবার সেই পুরনো কায়দায় আওয়ামী লীগ আরেকটি নির্বাচন করতে চায়। যে নির্বাচনে মানুষ যেন ভোট দিতে না পারে, ভোট চুরি করে তারা যেন ক্ষমতায় আসতে পারে। সেজন্য এখন থেকেই তারা হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাচ্ছে। শ্রমিক দলর সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জয়নুল আবেদীন ফারুক, শামা ওবায়েদ, রফিকুল আলম মজনু, আ ন ম সাইফুল ইসলাম, আতাউর রহমান চেয়ারম্যান, অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, শ্রমিক দলের সুমন ভূইয়া, বদরুল আলম মজনু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর