সিলেটে ছাত্রদলের মিছিল থেকে আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। আটককৃতরা হলেন- জুনেদ হোসেন, আবুল হোসেন চৌধুরী, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ, হাফিজুল, আবদুস সালাম টিপু ও পারভেজ খান জুয়েল। জানা যায়, খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপি নেতা-কর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের রিকাবিবাজার থেকে ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসার চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ছয় ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুজনসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ছাত্রদল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে- এমন খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।