বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রার্থী ৪৫

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চার ধাপে মোট তিন ইউনিটে কোটাসহ আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি। সেই হিসেবে প্রতি আসনে লড়বে ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর মানবিক শাখা (এ ইউনিট), ব্যবসা শাখা (বি ইউনিট) ও বিজ্ঞান শাখায় (সি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেখানে কোটাসহ এ ইউনিটে ৭২ হাজার ৬৩টি, বি ইউনিটে ৩০ হাজার ৬৭৫টি ও সি ইউনিটে ৭৫ হাজার ৮৫১টি আবেদন পড়েছে। তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি। বিশ্ববিদ্যালয়ে ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৩ হাজার ৯৩০টি আসন রয়েছে। সেই হিসেবে এ বছর প্রতি আসনে লড়বে ৪৫ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, এ বছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৯ মে সি ইউনিট, ৩০ মে এ ইউনিট এবং ৩১ মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর