রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আইইবির ছয় দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বংলাদেশ (আইইবি)-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৌশলীরা ছয় দফা দাবি উত্থাপন করেছেন। গতকাল লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু। দাবিগুলো হলো- বিভিন্ন প্রকৌশল সংস্থার কাজ কারিগরি বিষয় সংশ্লিষ্ট বিধায় প্রকৌশল সংস্থাসমূহের চেয়ারম্যান, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সর্বোপরি সংস্থাসমূহের শীর্ষপদগুলোতে প্রকৌশলীর অভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রাজউক ও বিসিআইসি-এর শীর্ষ পদে ইতোপূর্বে প্রকৌশলী থাকলেও বর্তমানে অপ্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। তাই প্রকৌশল সংস্থাগুলোতে গতিশীলতা বাড়াতে শীর্ষপদগুলোতে প্রকৌশলীদের পদায়ন করতে হবে। দেশের অধিকাংশ সংস্থায় কর্মরত প্রকৌশলীরা ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব পালনে ভারাক্রান্ত। পদ শূন্য থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পদোন্নতি না দিয়ে ভারপ্রাপ্ত, চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। অথচ একই পদে ২০ বছরের অধিক চাকরিকালে পদ শূন্য থাকা সত্ত্বেও অনেক প্রকৌশল কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। ফলে সংস্থাগুলোর কর্মক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং প্রকৌশলীরা বৈষম্যের শিকার হচ্ছেন। পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামো পরিবর্তন করে প্রভাষক ও অধ্যাপক চাকরি কাঠামো বাস্তবায়ন করা। বিভিন্ন প্রকৌশল সংস্থাগুলোকে বিসিএস ক্যাডারভুক্তকরণ প্রসঙ্গে আইইবি দাবি করেন, এলজিইডিকে ক্যাডারভুক্ত করা, ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে ‘পানি সম্পদ প্রকৌশল ক্যাডার’ সৃষ্টি করা, ‘স্মার্ট’ বাংলাদেশ বিনির্মাণে বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারের সঙ্গে আইসিটিকে সম্পৃক্ত করে বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারের পরিবর্তে ‘টেলিযোগাযোগ ও আইসিটি ক্যাডার’ নামে নামকরণ করা, ‘টেক্সটাইল ক্যাডার’ সৃষ্টি করা।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর