অবিলম্বে নিয়মিত উপাচার্য (ভিসি) নিয়োগসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের একাংশ। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষকদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের অভিজ্ঞতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানানো হয়। কর্মসূচিতে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল আউয়ালসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এই শিক্ষকরা বলেন, বর্তমান যে ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছেন, তিনি নিয়মিত কার্যক্রমের বাইরে কিছুই করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা হচ্ছে না। ফলে অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।