শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে : রওশন এরশাদ

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে। গতকাল এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়েই চলেছে। সরকার অজুহাত দেখাচ্ছে করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধের। কিন্তু এখন তো আর করোনা নেই এবং ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও খাদ্রসামগ্রীর দাম বাড়ার ক্ষেত্রে পড়ার কথা নয়। এ দুটি কারণে লাগামহীনভাবে দাম বাড়বে কেন? বাজারে খাদ্যসামগ্রীর ঘাটতি নেই, তার পরও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্য তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তারা না পারে বলতে না পারে সইতে। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার পেছনে কলকাঠি নাড়ছে অনেক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। সরকারকে এ অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে। টিসিবির দ্রব্যসামগ্রী আরও সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর