শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

সরকারের শেষ দেখা পর্যন্ত আন্দোলন চলবে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের শেষ দেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি ‘বিভ্রান্তি সৃষ্টি না করে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে’ আহ্বান জানিয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ বক্তব্য রাখেন। মান্না সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের ক্ষমতায় রেখে বিরোধী দল কোনো নির্বাচনে যাবে না। বেশি খারাপ পরিণতি না চাইলে ক্ষমতা থেকে সরে যান। ডিসেম্বরের মধ্যে গায়ের জোরে নির্বাচন করবেন, এবার সেটা আমরা হতে দেব না। তিনি সরকারকে ‘হয় যাও, নয় নিদারুণ পরিণতি’র জন্য প্রস্তুত থাকতে বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

‘ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এ সমাবেশ করা হয়। এদিকে সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে আসার সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। ফলে পল্টনের দিকে কিছুটা গাড়িজটের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর